প্রতিষ্ঠানের ইতিহাস

দরবেশের হাট পাবলিক কলেজ কুমিল্লা শিক্ষাবোর্ড কতৃক অনুমোদিত এবং শিক্ষা মন্ত্রণালয় থেকে স্বীকৃতি প্রাপ্ত পূর্ণাঙ্গ উচ্চ মাধ্যমিক প্রতিষ্ঠান। কলেজটি ফেনী জেলার দাগনভূঞা উপজেলার উত্তরে দরবেশেরহাট এলাকায় অবস্থিত। এই গ্রামের শিক্ষার্থীরা যাতে দূরে গিয়ে পড়াশোনা না করতে হয় তার জন্য এই এলাকার কৃতি সন্তান জনাব এড. এম. শাহজাহান সাজু একটি কলেজ প্রতিষ্ঠা করার পরিকল্পনা করেন। তারই ধারাবাহিকতায় ২০১২ সালের এপ্রিল মাসে কলেজটি যাত্রা শুরু করে। কলেজ প্রতিষ্ঠার পর থেকে জনাব এড.এম. শাহজাহান সাজু মহোদয়ের অক্লান্ত পরিশ্রমের ফলে কলেজটির একটু একটু করে উন্নতি হতে থাকে। তার ফলস্রুতিতে কলেজের নিজস্ব জায়গায়, নিজস্ব ভবনে পাঠদান আরম্ভ হয়। ২০১২ সালে কলেজ প্রতিষ্ঠার পর প্রথম ব্যাচ (সেশন: ২০১৩-১৪) এইচএসসি-১৪ সনে অংশগ্রহণ করে উপজেলার মধ্যে ভালো ফলাফলের মাধ্যমে সুনাম অর্জন করে। তারই ধারাবাহিকতায় প্রতি বছর এইচএসসি পরীক্ষায় জেলা এবং উপজেলায় শীর্ষস্থান ধরে রেখেছে। এলাকাবাসী এবং গভর্নিংবডির সদস্যদের ভাষ্যমতে এই ফলাফলের অগ্রপথিক হিসেবে কলেজের সুযোগ্য অধ্যক্ষ জনাব জহিরুল হক জনি এবং অন্যান্য শিক্ষকদের মনে করেন।