প্রতিষ্ঠানের বৈশিষ্ট্য
নিজস্ব ক্যাম্পাসঃ দরবেশের হাট পাবলিক কলেজের রয়েছে সবুজে ঘেরা নিজস্ব ক্যাম্পাস।

অধিক সংখ্যক ক্লাসঃ দরবেশের হাট পাবলিক কলেজে ছাত্র-ছাত্রীদের অধিক সংখ্যজ ক্লাস ও পরীক্ষা গ্রহনের মাধ্যমে যুগোপযোগী করে তোলা হয়।

Multimedia Class: Multimedia Class এর মাধ্যামে ছাত্র/ছাত্রীদের পাঠদান করা হয়।

Foundation Class: মূল পাঠ্যসূচি আরম্ভ করার পূর্বে Foundation Class নেওয়া হয়। উক্ত ক্লাস সমূহের মাধ্যমে Basic বিষয়গুলোর উপর আলোকপাত করার মাধ্যমে দূর্বল ছাত্র-ছাত্রীদের প্রস্তুত করা হয়।

Hand Note: প্রতিটি বিষয়ে শিক্ষার্থীদের Hand Note প্রদান করা হয়।

Class & Quiz Test: পূর্ব Class এর বক্তব্যের উপর class & Quiz Test নেওয়া হয়, ফলে প্রতিদিনের Lecture সম্পর্কে ছাত্র-ছাত্রীরা মনোযোগী ও সচেতন থাকে।

Preparetion Test: নিয়মিত পরীক্ষার পাশাপাশি Final পরীক্ষার পূর্ব পর্যন্ত প্রতিটি ছাত্র-ছাত্রীকে চূড়ান্ত পরীক্ষায় ভালো ফলাফলের উদ্দেশ্যে বিভিন্ন বিষয়ে একাধিক পরীক্ষা নেওয়ার মাধ্যমে ভালো ফলাফল অর্জনের জন্য প্রস্তুত করে তোলা হয়।

Viva: প্রতিটি সেমিস্টারে লিখিত পরীক্ষার পর মৌখিক পরীক্ষা নেওয়া হয় এবং উক্ত পরীক্ষায় অংশগ্রহণ সকলের জন্য বাধ্যতামূলক।

Home Visiting: একজন শিক্ষার্থীর সুপ্ত মেধা-বিকাশের জন্য শ্রেণি কক্ষে মেধাবী, দক্ষ শিক্ষকদের পাঠদান ছাড়াও শিক্ষার্থীদের বাড়ি/বাসায় বিশেষ কমিটি প্রেরণের মাধ্যমে পড়ালেখার নিয়মিত খোঁজ খবর নেওয়ার ব্যবস্থা গ্রহণ করা হয়।

উপবৃত্তিঃ গরীব ও মেধাবী শিক্ষার্থীদের উপবৃত্তি প্রদান করা হয়।

বিনামূল্যে বই বিতরণঃ গরীব ও মেধাবী শিক্ষার্থীদের বিনামুল্যে বই বিতরণ করা হয়।

অভিভাবক সভাঃ শিক্ষার্থীদের ভবিষ্যতের জন্য ACCA, CA, CAT, IELTS ইত্যাদি কোর্সসহ বিভিন্ন পাবলিক এক্স প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পরামর্শ দেওয়া হয়।

সহ-শিক্ষা কার্যক্রমঃ মানসম্পন্ন আদর্শ মানুষ গড়ার ক্ষেত্রে সহশিক্ষা কার্যক্রমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আধুনিক জ্ঞান-বিজ্ঞান ও তথ্য প্রযুক্তির মাধ্যমে শিক্ষার্থীদের সচেতন ও চৌকসভাবে গড়ে তোলার লক্ষ্যে সহশিক্ষা কার্যক্রমের ব্যবস্থা করা হয়। এছাড়াও শিক্ষা সফর, ধর্মীয় ওসাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।